রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

খোকসায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মমিন হোসেন ডালিম / ৮৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ১২:৪৪ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইসাহক আলী।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবী আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা শাম্মি আক্তার যুথি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে একসাথে কাজ করতে হবে। একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার লক্ষ্যে পুরুষের মতো সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আগামীতে আরো বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর