শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

খোকসায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটক

মমিন হোসেন ডালিম / ১৭৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া দক্ষিনপাড়া গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় দুই চোরকে আটক করেছেন এলাকাবাসী। গতকাল রবিবার বিকেলে উপজেলার শিমুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত ব্যাক্তিরা হলেন মাদরীপুর থানার নওদাপাড়া গ্রামের মৃত আহাদ মন্ডলের ছেলে সেন্টু মন্ডল (৪০) এবং একই থানার কুনিয়া গ্রামের মৃত জুবায়েত শেখের ছেলে জাহিদুল ইসলাম।

স্থানীয়রা জানান,গতকাল বিকেলে মো: হালিম রেজা তার বাড়ির সামনে তার ব্যবহৃত মোটর সাইকেলের ঘাড়লক করে বাড়ির মধ্যে গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা ২ জন চোর চক্রের সদস্য মোটরসেইকেলের ঘাড়লক ভেঙ্গে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

গাড়ীর শব্দ শুনে বাইরে এসে হালিম রেজা চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের ধরে ফেলেন পরে পুলিশে খবর দিলে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে গ্রেফতার করে।

এ বিষয়ে জানতে চাইলে খোকসা থানার এস আই বিপুল কুষ্টিয়ার সময় প্রতিবেদককে বলেন,ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয় মামলা নং (৭)। এবং তারা আন্তজেলা চোর চক্রের সদস্য। তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর