কুষ্টিয়ার খোকসায় মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের প্রধানশিক্ষকদের নিয়ে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মাধ্যমিক অফিসের আয়োজনে এ মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহামারি করোনায় দীর্ঘ ১৮ মাস বন্ধে পর ১২ সেপ্টেম্বর সারাদেশে একযোগে শিক্ষা খুলে দেওয়ার পর উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।