কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামে এই ঘটনা ঘটে।
দুই বোনের জন্ম একই বাড়িতে বেড়ে ওঠা ও পথচলা এক সাথেই মৃত্যুর কি নির্মম পরিহাস পুকুরের পানিতে ডুবে একই সাথে দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতেরা হলেন, কোমরভোগ গ্রামের শয়ন হোসেনের আড়াই বছর বয়সী মেয়ে জান্নাতী খাতুন ও রতন হোসেনের সাড়ে তিন বছরের মেয়ে মুসলিমা খাতুন। তারা সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে খেলাধুলা করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় জান্নাতী ও মুসলিমা খাতুন। দীর্ঘসময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ ওই পুকুরে ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করেন।