কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডে বড় পূজায় নসিমন গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী উজ্জ্বল নামে এক যুবক নিহত হয়েছে ঘটনাটি ঘটেছে খোকসা বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার সময়।
মৃত্যু যুবক উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছা ক্লাব মোড়ে হাতেন শেখের ছেলে উজ্জল শেখ (৩৫)।
খোকসা হাসপাতাল ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় খোকসা বাস স্টান্ড হয়ে বাইসাইকেলে করে মুড়াগাছা ক্লাব মোড়ের বাড়ির দিকে যাওয়ার পথে কুষ্টিয়া থেকে রাজবাড়ী অভিমুখে গরুবোঝাই তিন চাকার অবৈধ নসিমন গাড়ি স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হতভাগ্য বাই সাইকেল চালক উজ্জ্বল শেখ গুরুতর আহত হয়।
স্থানীয় এলাকাবাসী আহত উজ্জ্বলকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী গরুবোঝায় নসিমনটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান উজ্জ্বলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।