শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

খোকসায় দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত

ওবাইদুর রহমান আকাশ / ৭০৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ন

১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ১৫ দিনের মাথায় কুষ্টিয়ার খোকসার বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীসহ অভিভাবকেরা। তবে বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানালেন মাধ্যমিক শিক্ষা অফিসার।

গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী করোনা শনাক্ত হয়েছে এমন তথ্যে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী উপস্থিতি ছিল একেবারেই কম। এতে আতঙ্কিত হয়ে পড়েছে বাঁকী শিক্ষার্থীরা। তবে আক্রান্ত ২ জন শিক্ষার্থী সুস্থ আছে ও হোম আইসোলেশনে রয়েছে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

এদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজিরুল হাসান বলেন, দু’জন শিক্ষার্থী করোনা পজিটিভ সংবাদ শুনে অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে আক্রান্ত ২ জন শিক্ষার্থী সুস্থ আছে বলেও তিনি জানান।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আল মাছুম মোর্শেদ শান্ত বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বিদ্যালয় ক্লাস চলছিল। আক্রান্ত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে আক্রান্ত হওয়ার সংবাদ শুনেই তাদেরকে আইসোলেশনে নেওয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক বলেন, দুইজন শিক্ষার্থী করোনা পজিটিভ সংবাদ জানার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন,  গত ৪ দিনে চারজন করোনা পজিটিভ রুগী শনাক্ত হয়েছে। শুনেছি আক্রান্ত দু’জন শিক্ষার্থী রয়েছে। তবে উপজেলা আইন শৃঙ্খলা সভায় বিষয়টি অবহিত করেছি কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর