শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

খোকসায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

মমিন হোসেন ডালিম / ১১১৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৬:০৯ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের ভূমি অফিস সংলগ্নে খোকসা বাজার বিশিষ্ট ব্যবসায়ী অমিয় পালের বাড়িতে গত শনিবার (১৭ই জুন,২০২৩) দিবাগত রাতে ডাকাতরা তাণ্ডব চালিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। এবং মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

এ ঘটনায় পরদিন রবিবার (১৮ই,জুন,২০২৩) ব্যবসায়ী অমিয় পাল বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দায়ের করেন। এ ঘটনায় তৎপর হয়ে ওঠে খোকসা থানা পুলিশ এবং  দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার পাতিলডাঙ্গী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোঃ সোহাগ শেখ (২০) ও ওসমানপুর গ্রামের মোঃ আসলাম এর ছেলে সুমন (২৯)। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, ডাকাতেরা ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

পুলিশ ১২ ঘন্টার মধ্যে দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে মামলা নং-০৬। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাত সদস্যদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর