শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

খোকসায় জলাবদ্ধ কবলিত এলাকা পরিদর্শনে পৌর প্রশাসক

পুলক সরকার, খোকসা / ৯৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৭ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন স্থান পরিদর্শন করেন পৌর প্রশাসক রেশমা খাতুন। বৃহস্পতিবার( ২৬ সেপ্টেম্বর) দুপুরে খোকসা মাঠপাড়া ২নং ওয়ার্ডের পানিবন্দী বাড়িঘর পরিদর্শন করেন।

এসময় পৌরবাসীর জলবদ্ধতা নিরসনের জন্য খোকসা গড়াই নদীর স্লুইস গেট পরিদর্শনে গিয়ে দেখতে পান গড়াই নদীর পানি নদীতে না গিয়ে পৌর এলাকাতেই ঢুকছে। সে কারনে খোকসা পৌর প্রশাসক কপাট বন্ধ করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি আরও দেখতে পান, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্লুইস গেইট খোলা যাচ্ছে না। এসময় বিকল্প উপায় হিসেবে মাঠপাড়ার পানি অপসারণের ব্যবস্থা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী, উপ সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ প্রমুখ।

পরিদর্শন শেষে পৌর প্রশাসক রেশমা খাতুন জানান, জনস্বার্থে পৌরসভার কাজ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর