রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

খোকসায় চার শতাধিক শীতার্ত মানুষের মধ্যে রহমানীয়া ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ!

মমিন হোসেন ডালিম,খোকসা / ৩৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ৬:৫১ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় অসহায় ও শীতার্ত মানুষদের মধ্যে রহমানীয়া ট্রাস্ট এর পক্ষ থেকে চার শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে খোকসা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম হুসাইনের বাড়িতে ট্রাষ্টের সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মো. গোলাম রহমান বিশ্বাস ও সহ সভাপতি হাজী মো. আয়ুব হোসেনের আর্থিক সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

ট্রাষ্টের পরিচালক পৌরসভার সাবেক কাউন্সিলর সেলিম হুসাইন বলেন, আমাদের পারিবারিক উদ্যোগে এই ট্রাস্ট গঠন করা। যার মাধ্যমে এলাকার সুবিধা বঞিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। সবার সহযোগিতায় আগামীতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বাবু, ক্রীড়া ব্যক্তিত্ব আরমান হোসেন, জানিপুর জামে মসজিদের সাবেক ইমাম রফিকুল ইসলাম। এছাড়াও আনোয়ার হোসেন, নাজমুল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর