কুষ্টিয়ার খোকসায় পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষায় মূলধারায় ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে উপজেলার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উপকরণ ও শিক্ষাবৃত্তির নগদ টাকা বিতরণ করা হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫৭ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৯৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির নগদ টাকা প্রদান করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো. আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আদিবাসী সমিতির নেতা অনিতা বুনুয়া ও তপন কুমার প্রমূখ।