শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

খোকসায় করোনায় ৪র্থ মৃত্যু গোলাম আলী মোল্লা

ওবাইদুর রহমান আকাশ / ৪৩৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৯:০৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা গ্রামে করোনায় আক্রান্ত হয়ে গোলাম আলী মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধ’র মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়াল। মঙ্গলবার (২০ অক্টোবর) সাড়ে ৮ টায় তার নিজ বাড়িতে মৃত্যু হয়। তিনি মৃত ফুয়াত আলী মোল্লার ছেলে।

জানা যায়, গোলাম আলী করোনা উপসর্গ নিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা দেয়। পরেরদিন রবিবার (১৭ অক্টোবর) রাতে করোনা পজিটিভ আসে তার। পরে বাড়িতে তাকে হোম আইসোলেশনে থাকে।

আক্রান্তের পাঁচদিন পর হোম আইসোলেশনে তার মৃত্যু হয় বলে এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল। পরে বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সালাউদ্দিন এর নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম মোড়াগাছা কবরস্থানে তার দাফন-সম্পন্ন করেন। মৃত গোলাম আলী এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে’র জনক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর