কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমর ভোগ গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় দু’গ্রুপে অন্তত ১৫ জন আহত ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার(২ ডিসেম্বর) বিকালে দু’গ্রুপের খেলোয়াড়দের মধ্যে খেলা নিয়ে কথা কাঁটাকাটি হয়। পরে এই কাঁটাকাটির সূত্র ধরে পরেরদিন বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) সাড়প ১১ টায় দুইগ্রুপের ধাওয়া-পাল্টা
স্থানীয় ও খোকসা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ও বর্তমান ইউনিয়ন পরিষদের মেম্বার জাবেদের দুগ্রুপে বিভক্ত হয়ে হতাহত ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটায়। কোমরভোগ গ্রামের দু’গ্রুপে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র লাঠিশোঠা, রড রামদা, ফালাসহ বিভিন্ন অস্ত্র একে অপরকে আক্রমণ করে। এতে মেম্বার গ্রুপের আহত হয়েছে- লিটন (৩৫), শহিদুল (২৮), বশির (৩০), তুফা(৩২) আকামদ্দীন মানিকসহ নারী পুরুষ।
অন্যদিকে চেয়ারম্যান সমর্থিত গ্রুপের আহত হয়েছে রাজিয়া (৪০), চম্পা (২১), রাজু (২৮), আশিক (৩০) সহ নারী পুরুষ।
আহতদের প্রাথমিক অবস্থায় উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সম্ভাব্য হামলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রুপ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।