কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জপুর গ্রামে হাজী জালাল উদ্দিন নুরানী হাফেজিয়া ও এতিম খানা মাদ্রাসায় স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের আর্থিক সহায়তায় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টা’য় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাশী ফরিদা ইয়াসমীন জেসী নির্দেশনায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয় ।আর এই কাজটি বাস্তবায়ন করেন, কুষ্টিয়া জেলা টীমর সদস্য মমিন হোসেন ডালিম, খোকসা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রানা, জাহিদুল ইসলাম ও সোহান ।
সংগঠনের এ খাদ্য তালিকায় ছিল, ৩ বস্তা চাউল, ১০ কেজি আলু, ৫ কেজি সোয়াবিন তেল, ৫ কেজি মসুর ডাউল, ২ টি সাবান, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি চিনি, ২ কেজি রসুন ৫ কেজি মুড়ি ও ৫ কেজি লবন। সংগঠনটির এই খাদ্য সহায়তা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্র মাদ্রাসা হিফজখানার শিক্ষক হাফেজ মো: মাহমুদুল হাসান ও অত্র মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ আবু মুসা’র ছোট ভাই গোলাম হোসেন চাঁদ। এ সময় সংগঠনের জন্য দোয়া মোনাজাত করেন, হাফেজ মো: মাহমুদুল হাসান।