খোকসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” গানটি গাইতে গাইতে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পন করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইসাহাক আলী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আশিকুর রহমান, খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আকতার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলা বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফজলুল হক সহ অন্যান্যরা।
এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিয়ে থাকেন।