শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

খোকসায় আজইল সার্বজনীন দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর

ওবাইদুর রহমান আকাশ / ১০৮৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ৬:০২ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসায় ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামে জমিজমা সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার সকালে সরেজমিনে ওসমানপুর আজইল গ্রামের হিন্দু পাড়ায় ভাংচুরকৃত প্রতিমার মাথা ও হাত নিচে পড়ে রয়েছে দেখা যায়। বিষয়টি জানতে পেয়ে ছুটে আসেন কুষ্টিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার আতিক হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান।

রবিবার (৩ অক্টোবর) ভোররাতে উপজেলার আজইল সার্বজনীন দূর্গা মন্দিরে দূর্গা প্রতিমার মাথা ও হাত ভাংচুর করা হয়ে বলে জানা যায়।আজইল সার্বজনীন দুর্গা মন্দিরের কমিটির সভাপতি চন্ডি কুমার বিশ্বাস জানান, ভোররাত সাড়ে ৩ টা পর্যন্ত মন্দির দেখভাল করি। মন্দিরে পাশে বাড়িতে ঘুমাতে গেলে কে বা কারা প্রতিমা ভাংচুর করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো. আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মন্দিরের জায়গা জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুর করা হতে পারে। তবে অধিকতর তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য,
আজইল গ্রামের হিন্দু মহল্লার ২’শ গজের মধ্যে আজরাইল সর্বজনীন দূর্গা পুজা মন্দির ও শ্রী শ্রী মহামায়া সার্বজনীন দুর্গা মন্দিরের জমিজমা সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে র্দীঘদিন বিরোধ চলে আসছিলো বলে জানা যায়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর