কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাতে লকডাউনে কঠোর অবস্থানে খোকসা থানা পুলিশ! দাঁপিয়ে বেড়াচ্ছেন ইউএনও মেজবাহ্ উদ্দিন।
খোকসা উপজেলায় লকডাউনের ১ম তম দিন কঠোর অবস্থানে পুলিশসহ সরেজমিনে ইউএনও মেজবাহ্ উদ্দিন।
বৃহস্পতিবার সারা বাংলাদেশ সহ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা জুড়ে ও চলছে কঠোর লকডাউনের ১ম তম দিন। কঠোর অবস্থানে ছিলো পুলিশ প্রশাসন।
গ্রামে গ্রামে টহল সহ রাস্তার প্রবেশদ্বার গুলোই পুলিশ ছিলো কঠোর ভুমিকায়। জানাগেছে, খোকসা পৌর এলাকা সহ প্রতিটি গ্রামে গ্রামে টহল সহ সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের তৎপরতা ছিলো কঠোর। রাস্তায় বিভিন্ন অজুহাতে চলাচলকারী মানুষের সংখ্যা ছিলো কম।
লকডাউন বাস্তবায়নের বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ ওসি সৈয়দ আশিকুর বলেন, আমরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোকসা উপজেলাসহ
৯ টি ইউনিয়নের অলিতে গলিতে টহল জোরদার করে সাধারন জনগনের অযথা চলাচল সহ জরুরী প্রয়োজন ছাড়া কোন যানবাহনের চলাচলের উপরে কঠোরতা অবলম্বন করে চলেছি, পাশাপাশি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধান নিশ্চিতে কাজ করে চলেছি। একপ্রকার খোকসা থানা পুলিশ লকডাউন বাস্তবায়নে নির্ঘুম রাত কাটাচ্ছে।
ওদিকে লকডাউন বাস্তবায়নে খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রশীদ বলেন, আমরা নিরলস ভাবে কাজ করে চলেছি। সর্বসাধারনের অযথা (জরুরী পরিসেবা ছাড়া) রাস্তায় চলাচল ও বিভিন্ন দিক খেয়াল রেখে কঠোর ভুমিকা পালন করছি। গ্রামে গ্রামে টহলও রয়েছে জোরদার।
অপরদিকে, লকডাউন বাস্তবায়নে খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দিন বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষে কঠোর ভাবে কাজ করে চলেছি। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে জরিমানা আদায়সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বসাধারনের অবগতি করানো, অযথা রাস্তায় চলাচল, পাড়া মহল্লা অলিতে গলিতে আড্ডারতদের ঘরে থাকতে পরামর্শ সহ স্বাস্থ্য বিধি মেনে চলতে খোকসা উপজেলা ব্যাপী কঠোর ভাবে কাজ করে চলেছি।
এদিকে প্রায় প্রতিটি রাস্তার মুখে আনছার বাহিনী, গ্রাম পুলিশ ও থানা পুলিশের ভুমিকাও ছিলো কঠোর। খোকসা উপজেলার প্রতিটি সড়ক ছিলো প্রায় জনমানুষ শূন্য। বৃহস্পতিবার খোকসা উপজেলা জুড়ে কঠোর লকডাউনের চিত্র উঠে আসে।