করোনা মহামারির মধ্যেও নেতৃত্ব বদল করল ঢাকায় খোকসার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন খোকসা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম ইমরান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসফাক আহমেদ সোহাগ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে খোকসা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয় সদ্য সাবেক অ্যাসোসিয়েশন। এতে সদ্য সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠি অনুযায়ী নতুন সভাপতির দায়িত্ব পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র শেখ মোহাম্মদ ইমরান ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ঢাকা কলেজের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আসফাক আহমেদ সোহাগ ।
কমিটির অন্যান্য পদের সদস্যরা হলেন- সহসভাপতি সুমন শেখ (ঢাবি), সাকিবুর রহমান (ঢাবি), স্বর্ণালী ঘোষ (জবি), ঐশি (ঢাবি) যুগ্ম সাধারণ সম্পাদক সুমন্ত সরকার (সোহরাওয়ার্দী কলেজ), আসাদুজ্জামান আসাদ (ঢাবি), সাকিল আহম্মেদ অন্তর (নিউ মডেল কলেজ) সাংগঠনিক সম্পাদকঃ তাজিনুর (ঢা.বি), নিহা (গার্হস্থ্য অর্থনীতি কলেজ), সাথী আক্তার যুথি (ঢাবি), দপ্তর সম্পাদক মো. খাইরুল ইসলাম (জবি) উপদপ্তর সম্পাদক মুসলিমা রিহা (বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ), প্রচার সম্পাদক আরিফুল ইসলাম (তিতুমীর কলেজ)
উপপ্রচার সম্পাদক সুপ্ত আহম্মেদ (ঢাবি) অর্থ সম্পাদক মিঠুন কুমার বিশ্বাস (ঢাবি) উপঅর্থ সম্পাদক রিতু বিশ্বাস (জবি), শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন মুন্না (ঢাবি), ক্রীড়া সম্পাদক রিয়াদ হোসেন, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), ছাত্রী বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার (ঢাবি), তথ্য ও গবেষণা সম্পাদক মারুফ (কবি নজরুল কলেজ),
স্বাস্থ্য সম্পাদক জ্যোতি (ঢাবি), সংস্কৃতি ও অনুষ্ঠান সম্পাদক মৌ (ঢাবি), ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জুয়েল (ঢাকা কলেজ), ছাত্র উপবৃত্তি সম্পাদক তুহিন তন্ময় (বাংলা কলেজ), সরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক সাইফুল ইসলাম (তিতুমীর কলেজ), বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক রাতুল(তিতুমীর কলেজ), কলেজ ছাত্র বিষয়ক সম্পাদক কুতুবউদ্দিন (তিতুমীর কলেজ),
সদস্য রাকিব ইসলাম (তিতুমীর কলেজ)। এদিকে, আসসালামু-আলাইকুম, আশা করি যে যেখানেই থাকুন ভালো আছেন। খোকসা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকার ২০২১-২০২২ এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হতে পেরে সবার প্রতি কৃতজ্ঞতা জানান এস এম ইমরান। ইমরান বলেন, পদ পাওয়া তখনই প্রকৃত সম্মানের হবে, যখন সেই পদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবো।
তাই আমি সবার কাছে দোয়াপ্রার্থী এবং সহযোগিতা কামনা করছি আমি সহ আমার কমিটির সকল সদস্য মিলে যেন আমাদের প্রানপ্রিয় সংগঠনকে সকলের সম্মান ও ভালোবাসার জায়গায় নিয়ে যেতে পারি।