ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে খোকসা উপজেলা রিটার্নিং অফিসারের কাছে কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মতলেব মন্ডল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও ইউপি নির্বাচনের রিটার্নি অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন স্বচ্ছ ইমেজের এই সমাজসেবক। আগামী ২৩ ডিসেম্বর এই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।
মতলেব মন্ডল দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। তিনি সবার দোয়া চেয়েছেন এবং নির্বাচিত হলে আরো বৃহৎ পরিসরে সমাসসেবায় নিজেকে সম্পৃক্ত করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য গত ১১ নভেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকেই ভোটের আমেজ শুরু হয়েছে ইউনিয়নবাসীর মধ্যে। আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে এই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর।