শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

খোকসায় স্বেচ্ছা‌বেককলী‌গের ক‌মি‌টি‌তে এম‌পি জ‌র্জের চমক!

ওবাইদুর রহমান আকাশ / ২৪৫১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ৩:১০ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের ১১ সদস‌্য বি‌শিষ্ট পূর্নাঙ্গ ক‌মি‌টির অনু‌মোদন দি‌য়ে‌ছে জেলা ইউ‌নিট। আর যুবলী‌গের ক‌মি‌টির পর স্বেচ্ছা‌সেবকলী‌গের ক‌মি‌টিতেও কু‌ষ্টিয়া ৪ আস‌নের এম‌পি সে‌লিম আলতাফ জর্জের জয়জয়কার অবস্থা।

বৃহস্প‌তিবার (৪ মার্চ) কু‌ষ্টিয়া জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপতি আক্তারুজ্জামান লাবু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সে‌লিম রেজা স্বাক্ষ‌রিত এ ক‌মি‌টির অনুমোদন দেন।

নয়া ক‌মি‌টির সভাপ‌তি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন গোলাম মোস্তফা হান্নান ও সাধারণ সম্পাদক ইমরান হো‌সেন। ক‌মি‌টির অন‌্যান‌্য প‌দে সহসভাপ‌তি তাজবীর হো‌সেন রাজা, আকমল হোসেন, তু‌হিনুজ্জামান হা‌লিম, য‌ুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক রা‌সেল আহ‌ম্মেদ, নির্বাহী সদস‌্য নি‌বির বিশ্বাস, পলাশ কুমার অ‌ধিকারী, আমজাদ হো‌সেন ও অসীম কুমার বিশ্বাস নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

স্থানীয় রাজ‌নৈ‌তিক বি‌শ্লেষকরা বল‌ছেন, জাতীয় সংস‌দ সদস‌্য প‌দে ম‌নোনয়ন, যুবলী‌গের প্রেসি‌ডিয়াম সদস‌্য হ‌ওয়ার প‌রে এ‌টিও এম‌পি সে‌লিম আলতাফ জ‌র্জের আ‌রেক‌টি চমক।

আর এ ক‌মি‌টি‌তে ঠাই পাওয়‌া প্রত্যো‌কেই এম‌পি সে‌লিম আলতাফ জর্জ, খোকসা উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি বাবুল আখতার ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মু‌র্শেদ শান্তর অনুসারী।

এ‌দি‌কে আজ বৃহম্প‌তিবার এম‌পি জর্জকে গণসংবর্ধনা দেয় উপ‌জেলা যুবলীগ। এই অনুষ্ঠা‌নে এম‌পি জর্জ ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের ক‌মি‌টি দি‌তে না পারায় জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও সাধারণ সম্পাদ‌কের ব‌্যর্থতা আখ‌্যা দেন। ব‌লেন, খোকসায় কো‌নো ত‌ল্পিবাহ‌কের রাজনীতি চল‌বে না। আর এই ত‌ল্পিবাহ‌কের রাজনী‌তি‌কে কবর দেয়া হ‌বে।

এসময় তি‌নি ইউ‌পি নির্বাচন‌কে ঘি‌রে কে‌ন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ক‌মি‌টি দি‌য়ে সুপা‌রিশ পাঠা‌নোয় ক‌ঠোর সমা‌লোচনা ক‌রেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর