সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

খোকসায় বৃদ্ধাকে বেধড়ক পেটা‌লেন প্রভাবশালী মে‌জো বিশ্বাস

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৯১৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২৩ জুন, ২০২১, ৫:১৩ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে বৃদ্ধা চায়না খাতুন (৫০) ও ঊম্মি খাতুন (২২) আহত হয়েছে। বুধবার (২৩ জুন) বেলা ১ টার দিকে উপজেলার ওসমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোবাহান বিশ্বাসের মেয়ে চায়না খাতুন (৫০) ও জনি শেখের স্ত্রী ঊম্মি খাতুন (২২)।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ওসমানপুর গ্রামের চায়না খাতুন নামে এক বৃদ্ধের সঙ্গে বেড়া দেওয়া নিয়ে প্রতিবেশী মেজো বিশ্বাসের বিরোধ হয়। এ সময় উভয় পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিবেশী মারধর করলে গুরুতর আঘাত পেয়ে বৃদ্ধা চায়না খাতুন (৫০) ও ঊম্মি খাতুন (২২) আহত হয়। পরে পরিবারের লোকেরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে ভর্তি করা হয়।

হাসপাতালের বেডে সুয়ে আহত বৃদ্ধা চায়না খাতুন কুষ্টিয়ার সময়কে বলেন, বাড়িতে পারিবারিক ছোট অনুষ্ঠানের জন্য শিশুদের থেকে বাড়ির গাছপালা রক্ষার জন্যই নিজের জমির উপর বেড়া দিতে গেল পাশের বাড়ির মেজো বিশ্বাস, নূরজাহান ও তাছলির সাথে বাকবিতণ্ডা শুর হয়। শুরু এক পর্যায়ে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে আমার উপরে। মারধর আমার বোনের মেয়ের ঠেকাতে আসলে তাকেও ছাড় দেয়নি। তাকে বেধড়ক মারধর করে তারা।

তিনি আরো বলেন, আমার বোনের মেয়ের নতুন বিয়ে হয়েছে। মারধর তো করেইছে গয়নাও ছিড়ে নিয়েছে তারা। এ ঘটনায় বিচারও দাবী জানান এই বৃদ্ধা।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান বলেন, ঘটনাটি জেনেছি । আহত দু’জন হাসপাতালে ভর্তি আছে। এখনো লিখিত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর