কবরে লাশ নামানোর সাথে সাথেই হাজার হাজার মৌমাছি মুসল্লিদের উপর আক্রমণ করে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত শতাধিক মুসুল্লি। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা কেন্দ্রীয় গোরস্থানে। ইতোমধ্যে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মুসুল্লিরা জানান, খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের বৃদ্ধা আনোয়ারা বেগম মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় তার লাশ দাফনের জন্য আনা হয় কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কেন্দ্রীয় গোরস্থানে।
জানাজার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই তাকে দাফনের জন্য কবরে নিয়ে যাওয়া হয়। কবরে লাশ নামানোর সাথে সাথেই হঠাৎ ঝাকে ঝাকে হাজার হাজার মৌমাছি মুসুল্লিদের উপর আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনায় হতভম্ব হয়ে যে যার মতো ছুটে নিরাপদে যাওয়ার চেষ্টা করে।
মৌমাছির ১০ মিনিটের যজ্ঞে অন্তত একশরও বেশি মুসুল্লি আহত হয়েছে। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে তাদের প্রাথমিব চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ওই বৃদ্ধাকে দাফন করা হয়।
মৌমাছির হামলার শিকার রেজাউল করিম বলেন, গোরস্থানের মধ্যেই একটি বিশাল মৌমাছির চাক ছিল। হঠাৎ করেই সেই চাক থেকে মৌমাছি আমাদের উপর আক্রমণ করে।
আরেক মুসুল্লি আব্দুল আজিজ বলেন, আমরা কিছুই বুঝলাম না। চাকে কেউ ঢিলও দেয়নি আবার চাকটা ছিল অনেক দূরে। এ ঘটনায় আমরা অবাকই হয়েছি।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল বলেন, আহতদের অবস্থা গুরুতর নয়। মৌমাছি কামড় দিয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।