শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

খেলার মাঠ অনুপযোগী,খেলতে চাই যুবসমাজ শিক্ষক বরাবর স্বারকলিপি প্রদান!

মোঃ মমিন ইসলাম, কুষ্টিয়া / ২৪৯২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৫ অপরাহ্ন

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে দরকার খেলাধুলা। আর খেলাধুলার জন্য দরকার পর্যাপ্ত খেলার মাঠ। কিন্তু নতুন চারতলা ভবন নির্মানের জন্য খেলার মাঠটি হয়ে পড়েছে এলাকার যুব সমাজ শিশু কিশোর শিক্ষাথীদের অনুপযোগী।

শুধু শিশু-কিশোরেরা নয়, এলাকার বাসিন্দারাও চান মাঠটি খেলার জন্য অতিদ্রুত সংস্কার হোক। এই মাঠ ছাড়া এই এলাকায় বিদ্যালয়ে খেলার জন্য বড় কোনো মাঠ নেই। তা ছাড়া ওই মাঠে শুধু খেলাধুলা নয়, সামাজিক ও ধর্মীয় অনেক অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় ব্যক্তিরা।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে স্কুলের প্রধান শিক্ষক বরাবর স্মারকলিপি প্রদান করে উত্তর মিরপুর এলাকার পক্ষ থেকে যুবসমাজ।

 

যুবসমাজের পক্ষ থেকে শিক্ষাথীরা বলেন,পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলার চর্চা করতে চাই।ধূমপান-মাদক থেকে দূরে থাকতে চাই।বিদ্যালয়ে শিক্ষার্থী সহ উত্তর মীরপুরের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখায় খেলাধুলার ম্যাধমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশে বৃদ্ধির লক্ষ্যে আমাদের অগ্ৰযাত্রা।

তারা আরও বলেন, স্কুলের এই মাঠটি বছর খানেক যাবত খেলাধুলার জন্য অনুপযোগী হয়ে রয়েছে। খেলার মাঠটি খুব দ্রুত খেলার উপযোগীর জন্য উত্তর মীরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আজ আবেদন পত্রটি জমা দেন তারা। তারা আশাবাদ করেন খুব দ্রুত স্কুলের ম্যানেজিং কমিটি ও সভাপতি কে নিয়ে মাঠটি কিভাবে খেলার উপযোগি করা যায় সে বিষয়ে শিক্ষকদের সহায়তা চান যুবসমাজ।

এলাকার বাসিন্দা রাজু (ড্রাইভার) বলেন, দৃঘ্যদিন ধরে দেখছে মাঠটি খেলাধুলার জন্য অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু কেও কখন ও খেলার মাঠ রক্ষায় কোনো পদক্ষেপ নেইনি।তবে মাঠ যখন রয়েছে আমি চাই এই এলাকার মানুষ নয় আশে পাশের এলাকার শিশুকিশোর রা ও এসে খেলুক। তবে শিক্ষার্থীদের এই দাবির সাথে আমি একমত পোষণ করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর