কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আদাবাড়ীয়া ইউনিয়ন প্রাথমিক শিক্ষকবৃন্দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাসকে তার নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, গরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদাবাড়ীয়া ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, মশাউড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানমহাম্মদ, ধর্মদহ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির, তেকালা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন, গরুড়া দায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে আবেদ প্রমূখ।
উল্লেখ্য, এর আগে তিনি জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।