সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরের কল্যাণপুর এলাকায় খুন হওয়া জাকির মোল্লা খুনের আগে করে যাওয়া মামলায় এক নম্বর আসামি হিসেবে রোববার কুষ্টিয়ায় আদালত থেকে জামিন নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা, হোগলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য নিশ্চিত জানা গেছে।
এর আগে, সাবেক সংসদ সদস্য (কুষ্টিয়া-১), কুষ্টিয়া জেলা বিএনপি’র অন্যতম নেতা, দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলা করা হয়েছে তার দলের নেতা ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের নামে। দলের পক্ষ থেকে নিন্দা জানান তিনি।
উল্লেখ্য, গেলো ২ মে মঙ্গলবার সকালে ১৩ মামলার আসামি জাকির মোল্লা খুন হয়। ওই সকালের আগের রাতে জাকির তার ক্ষয়ক্ষতি ও তাকে হত্যা চেষ্টার কথা জানিয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে। সেখানে ১৬ নাম উল্লেখকৃত আসামির ১ নম্বর বিল্লাল হোসেন। জাকিরের মৃত্যু পরবর্তীতে হওয়া মামলায় অন্যান্য আসামির মধ্যে রয়েছে স্থানীয় শ্রমিকলীগ নেতা মাহী বিশ্বাস ও তার সহোদর শৈয়ব বিশ্বাসও।
জাকির মোল্লা সকালে খুনের পর রাতে করে রাখা ওই মামলা সামনে আসে। তবে, এক নম্বর আসামি বিল্লাল হোসেনের পিতার নাম এজাহারে উল্লেখ না থাকা এবং বাদী খুন হওয়ায় ধূম্রজাল সৃষ্টি হয়।
এ ঘটনায় বাদি-বিবাদি ভুক্তভোগী সকলেই দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
মামলার সবশেষ এবং ১ নম্বর আসামি প্রসঙ্গে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বির বলেন, এবিষয়ে আমি জানিনা, জাকির আসামির বাবার নাম জানাবে বলে জানায়নি। পরে মারা গেছে।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, এঘটনায় এখনও পর্যন্ত একজন আটক হয়েছে, বাকিদের আটকের চেষ্টা ও তদন্ত চলছে।