বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় বাধা দেয়ার প্রতিবাদে কুষ্টিয়া শহরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে নবগঠিত কুষ্টিয়া জেলা ছাত্রদল। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে শহরের এনএস রোডে এসব কর্মসূচি পালন করে।
এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, এনএস রোডে কুষ্টিয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন (নিশাতের) নেতৃত্বে বিক্ষোভ ও মশাল মিছিল এবং সমাবেশ হয়।
এ সময় কুষ্টিয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি রাজনৈতিক সভায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে প্রসঙ্গ টেনে এনে ত্যাগীদের পদবঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেন ২০ দলীয় জোট, বাংলাদেশ জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব, আহসান হাবিব লিংকন। তিনি দুঃখপ্রকাশ করে বলেন, বর্তমান কমিটিতে ত্যাগীরা বঞ্চিত হয়েছে। একইসাথে তিনি বলেন, বর্তমান কমিটি শহরে এখন পর্যন্ত কোনো কর্মসূচি করতে শহরে ঢুকতেই পারলো না। এদের দিয়ে কী আন্দোলন হবে!
তার বক্তব্যের পর দিনেই ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি শহরে কোনো আন্দোলন কর্মসূচি পালন করলো।