শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা করতে টাকা আদায়!

মো.মোমিন ইসলাম / ১১৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৯:৫০ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকা করতে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের যোগসাজশে এসব টাকা আদায় করছেন বলে অভিযোগ করেন উপকারভোগীরা।

জানা গেছে, উপজেলার চাপড়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি চালের সুবিধাভোগী রয়েছে ১৬৬০ জন ইতিপূর্বে কার্ডের মাধ্যমে তাঁদের চাল দেওয়া হতো। সরকার উপকারভোগীর কার্ড অনলাইনে ডেটাবেইস করার সিদ্ধান্ত নেয়। এর পরই কার্ড অনলাইনভুক্ত করার কাজ চলমান রয়েছে। এর মধ্যে যে সকল কার্ডধারী ব্যক্তি সরকারি সুবিধা পাচ্ছেন তাদের কার্ড বাতিল করে পুনরায় ২৮৫ জন কে ইউনিয়ন পরিষদ থেকে ডাটাবেইজ করার জন্য গেলে তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে।

কিন্তু উপকারভোগীদের কার্ড অনলাইন ডেটাবেইসের অন্তর্ভুক্ত করার জন্য কার্ডপ্রতি ৩০ থেকে ৫০ টাকা আদায় করা হচ্ছে। প্রতিবাদ করলে তাঁর কার্ড ডেটাবেইসের অন্তর্ভুক্ত না করে বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সুবিধাভোগী জাহাঙ্গীর ইসলাম জানান,মাসের পর মাস আমি ঘুরছি আমার পুরাতন কার্ড বেশ কয়েকবার অনলাইন ও করেছি কিন্তু কোনো ভাবেই আমার কার্ডটি ঠিক করে দিচ্ছে না। ইউনিয়ন পরিষদের গেলে অনলাইন করার জন্য টাকা চাই পরে আবার ৫০ টাকা দিয়ে অনলাইন করি কিন্তু তারা বলছে আমার কার্ডে নাকি ঝামেলা আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান,কার্ড করে দিবে না সেইটা বলেই দিলেই তো হয় আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই আমাদের এভাবে ঘুরানো কোনো মানেই হইনা। আমাদের কার্ড প্রতি অনলাইন করার জন্য ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ৩০ টাকা করে নিয়েছে এখন আবার তারা বলছে আবার অনলাইন করতে হবে।

অভিযুক্ত ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা মো.শামিম ইসলাম কে মুটোফোনে কল দিলে তিনি নিজে কথা না বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজুর কাছে ফোন ধরিয়ে দেন। মনজু বলেন টাকা নেওয়ার নিয়ম নেই আমরা ইউপি সদস্য রা মিলে যে সব কাগজ পাতীর খরচ হয় নিজেরাই দেওয়ার চিন্তাভাবনা করছি। যদি উদ্যোক্তা টাকা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্তা নিব।

কুমারখালী সহকারী কমিশনার ভারপ্রাপ্ত ইউ এন ও মো.শাহিদুল ইসলাম বলেন,টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। আপনার কাছ থেকে জানতে পারলাম বিষয়টা আমি খোজ খবর নিয়ে জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর