বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বিকালে মুখপাত্র মারফত বিবৃতি দিয়েছে দৌলতপুর সাবরেজিস্ট্রার কার্যালয় সংশ্লিষ্টরা। আগেরদিন দুটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতেই এই বিবৃতি প্রদান।
সাব রেজিস্ট্রার কার্যালয় ও স্থানীয় দলীল লেখক সমিতির দাবি, সরকারের এই দপ্তর নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে দৌলতপুর সাব রেজিস্ট্রার কার্যালয় নিয়ে মনগড়া ও ভিত্তিহীন খবর প্রকাশ করা হয়েছে। প্রকাশিত খবরের সাথে বাস্তবতার মিল নেই।
দলিল লেখক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন জানান,এই অফিসটি নিয়ে একটি মহল ষড়যন্ত্র করার কারণে বিগত ‘২১ সালে প্রায় ৬-৭ মাস বন্ধ ছিলো। আমরা দলিল লেখকেরা মানবেতর জীবনযাপন করেছি বলে জানান তিনি।
জানানো হয় স্থানীয় সংসদ সদস্য আ:কা:ম সরওয়ার জাহান বাদশাহ্ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুনসহ দলীয় নেত্রীবৃন্দের প্রচেষ্টায় অফিসটি পুনরায় চালু হয়। তাতে এই উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হতে শুরু করেছে। এখানকার দলিল লেখক ও সাবরেজিস্ট্রার কার্যালয় নিয়ে নিউজ পোর্টালে মিথ্যাচার চালাচ্ছে।
এ প্রসঙ্গে দৌলতপুর সাব-রেজিস্ট্রার আনোয়ার হোসেন বলেন, আপনারা জানেন দীর্ঘদিন অফিসটিতে কার্যক্রম বন্ধ ছিলো। আমি যোগদান করে স্বচ্ছতার সাথে পরিচালনা করে আসছি। সাংবাদিকদের খবরের সত্যতা নেই।