ইতোমধ্যেই কুষ্টিয়া করোনার হটস্পটে পরিণত হয়েছে। একের পর এক মুত্যু আর স্বজনদের আহাজারি। এবার করোনায় প্রাণ হারালেন কুষ্টিয়ার খোকসার সদা হাস্যজ্বোল ডা. আব্দুল আজিজ। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
বুধবার (৭ জুলাই) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে চ্যানেল ২৪ এর নিউজ প্রেজেন্টার ডা. আসাদুজ্জামান সবুজ।
তিনি বলেন, গত শুক্রবার তার জ্বর হলে পরেরদিন হাসপাতালে নিয়ে কোভিড টেস্ট করানোর পরদিন পজেটিভ আসে। তারপর মঙ্গলবার ভোরে খোকসা হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৭ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তাকে আজ বেলা একটায় জানাযার নামাজ শেষে খোকসা কেন্দ্রীয় গোরস্থানে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খোকসার রাজিনাথপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন তিনি। পেশাগত জীবরে তিনি চিকিৎসক হিসেবে মানুষের সেবা করে গেছেন। এর বাইরেও তিনি সমাজউন্নয়নমূল বিভিন্ন কাজ করেছেন। করোনার মধ্যে লকডাউনে তিনি বহু অসহায় মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রসঙ্গত কুষ্টিয়ার খোকসায় করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের।
এদিকে গত ৫ জুলাই পর্যন্ত এ উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬৯ জন। এর মধ্যে আইসোলেশনে রয়েছেন ২৩২ জন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ৮ জন, আর বাকিরা হোম আইসোলেশনে আছেন। তবে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন ২১৩ জন।
অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী ১৫ জন পজিটিভ এবং গত কয়েকদিনের ঢাকায় পাঠানো পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী ১৯ জন পজিটিভ৷ অর্থাৎ খোকসায় একদিনে ৩৪ জন নতুন রোগি যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।