সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ চলছে দেশব্যাপি তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার খোকসায়ও করোনার সংক্রমন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন। অন্যদিকে খুলনা বিভাগের করোনার অন্যতম হটস্পট কুষ্টিয়া জেলা যার কারনে গত একমাস ধরে কুষ্টিয়া জেলায় চলছে বিধি-নিষেধ কুষ্টিয়ার সকল প্রবেশ পথে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এমনটিই জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার ।
এদিকে গত ২৪ ঘন্টায় এ উপজেলায় মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা ৪২৪ জন এর মধ্যে আইসোলেশনে রয়েছে ২০০ জন। চিকিৎসাধীন ব্যবস্থায় হাসপাতালে ৮ জন আর বাঁকী ১৯২ জন হোম আইসোলেশনে আছে। তবে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১২জন করোনা রুগী জানিয়ে শনিবার (৩ জুলাই) রাত সাড়ে আটায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেজ পোষ্ট করা হয়েছে
এদিকে কঠোর লকডাউনে তৃতীয় দিনে খোকসার প্রধান প্রধান সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায় অল্পসংখক ভ্যান আর অটো চলাচলসহ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে পণ্যবাহী যানবহন চলাচল করছে। অধিকাংশ মানুষই তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন কাঁচাবাজার, মেডিসিন কেনার জন্য বাহির হয়েছেন ।
উপজেলা বাজারে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে আসা শরিফুল বলনে, প্রয়োজনের তাগিদে বাহির হওয়া হতে হয়েছে। ঘর চাউল শেষ হয়ে গেছে যদি না কিনি তাহলে রাতে না খেয়ে থাকতে হবে ।
ভ্যানচালক জলিল বলেন, আমরা যদি ভ্যান নিয়ে না বের হই তাহলে না খেয়ে মরতে হবে। জীবনের তাগিদে ঝুঁকি জেনেও বাধ্য হয়েই বের হয়েছি। এ অবস্থা চলতে থাকলে সংসার চালানোই কষ্ট হয়ে যাবে ।