দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১মে) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। সোমবার দুপুর ১.৩০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ১৪ ইউনিয়নের ১৪১টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। তবে ভোট কেন্দ্রগুলিতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন অর্থাৎ আজ মঙ্গলবার সকাল ৭টার মধ্যে।
দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল জানান, নির্বাচনের সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার দুপুর থেকে কেন্দ্রগুলিতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, নির্বাচন অবাঁধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে দৌলতপুরে ১৪জন ম্যাজিষ্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ ও আনছার সদস্য মোতায়েন সহ সব ধরনের প্রস্ততি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এবারের দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন দু’জন প্রার্থী। এরমধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি (স্বতন্ত্র) আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর ছোট ভাই দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। তিনি প্রতিদ্ব›িদ্বতা করছেন আনারস প্রতীক নিয়ে। অপরজন নতুন মুখ দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের আহŸায়ক আনিসুর রহমান। তিনি প্রতিদ্ব›িদ্বতা করছেন ঘোড়া প্রতীক নিয়ে।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৩জন।
এরমধ্যে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ (উড়োজাহাজ), দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছোট ভাই কামরুজ্জামান কামরুল (টিউবয়েল) এবং জাহেরুল ইসলাম (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৪জন। এরমধ্যে রয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া (হাঁস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা কবিরাজ জলি (কলস), সুরভি আক্তার (ফুটবল) ও এ্যাড. ফারজিয়ানা ডলি (পদ্মফুল)।
দৌলতপুরে ১৪১টি কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ১১০০টি। মোট ভোটার ৩ লক্ষ ৮৬ হাজার ৩৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ৯৪১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৯১ হাজার ৪৫০জন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।