শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

কেজেএফডির ইফতারে সহায়তা পেল বিপদগ্রস্ত সাংবাদিক!

নিজস্ব প্রতি‌বেদক / ৩০৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৫:৩০ অপরাহ্ন

বিপদগ্রস্ত অস্বচ্ছল সাংবাদিকের পাশে দাঁড়িয়ে ইফতার মাহফিল সম্পন্ন করল কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা (কেজিএফডি)।

শনিবার (৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচার সেগুন রেস্তোরায় সংগঠনটির ইফতার আয়োজন উপলক্ষে গোপনীয়ভাবে ঢাকায় কর্মরত কুষ্টিয়ার অসহায় সাংবাদিকদের মাঝে অনুদান বিতরণ করা হয়। ইফতার আয়োজক কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ অনুদানের কোনো ছবি ও গ্রহিতাদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।

ইফতারের আযান হতে তখনও বেশ খানিকটা বাকি। সিনিয়র সাংবাদিক আতিক হেলাল অনবরত গেয়ে চলেছেন ইসলামী গান। তাঁর গান-গজলের মূর্ছনায় পিনপতন নীরবতা নেমে আসে।

সদস্যদের উপস্থিতিতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- কুমারখালী উপজেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাবেক সভাপতি শেখ রবিউল হক, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক মহাসচিব আব্দুর রউফ, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, দৌলতপুর সোসাইটি ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব খান আনসার আলী, খোকসা উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব মো. আনোয়ার হোসেন।

ফোরামের নির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক তাজবীর সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী। এ সময় ইফতার মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করায় ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিককে বিশেষ কৃতজ্ঞতা জানান ফোরামের সভাপতি রেজোয়ানুল হক রাজা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর