রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

কু‌ষ্টিয়া জেলা স‌মি‌তির বন‌ভোজন স্থ‌গিত

নিজস্ব প্রতিবেদক / ১৫০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৪:০৫ অপরাহ্ন

ক‌রোনা সংক্রমণ বি‌বেচনায় সরকা‌রের নি‌র্দেশনার কার‌ণে কুষ্টিয়া জেলা স‌মি‌তি, ঢাকার বা‌র্ষিক বন‌ভোজন ২০২২ আ‌য়োজন স্থ‌গিত করা হ‌য়ে‌ছে। বিষয়‌টি বুধবার (১২ জানুয়া‌রি) রা‌তে নি‌শ্চিত ক‌রে‌ছেন কু‌ষ্টিয়া জেলা স‌মি‌তির সাংগঠ‌নিক স‌চিব এবং বন‌ভোজন আ‌য়োজন কমিটির সদস‌্য স‌চিব মো. রেজওয়ানুল ইসলাম রিজু।

এবা‌রে, ঢাকাস্থ কুষ্টিয়ার মানুষের প্রাণের সংগঠন কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন ১৫ জানুয়ারি সাভা‌রের বি‌কেএস‌পি‌তে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবারের আয়োজনের প্রত্যাশা ছিল- বর্ণিল আলোচ্ছটার শুদ্ধ রঙিন জীবন। কিন্তু ক‌রোনা প‌রি‌স্থি‌তির কার‌ণে সা‌র্বিক বি‌বেচনা সরকারের ১১ নি‌র্দেশনা বাস্তবায়‌নের অংশ হি‌সে‌বে স্থ‌গিত করা হয়।

বন‌ভোজন আ‌য়োজন ক‌মি‌টির সদস‌্য স‌চিব মো. রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, ক‌রোনার কার‌ণে বন‌ভোজ‌নে অংশ নেয়ার প্রধান শর্ত ছিল স্বাস্থ‌্যবি‌ধি মানা। কিন্তু ক‌রোনার নতুন ভ‌্যা‌রি‌য়ে‌ন্ট ও‌মিক্রন ঠেকা‌তে সরকার ১১ টি নি‌র্দেশনা মে‌নে প্রজ্ঞাপরন জা‌রি ক‌রে‌ছে। তা‌তে কো‌নো প্রকার সভা, সে‌মিনার, জনসমাগম হয় এমন উৎসব আ‌য়োজ‌নে নি‌ষেধ‌্যাজ্ঞা দেয়া হ‌য়ে‌ছে। আর এ কার‌ণেই স‌মি‌তির নী‌তি নির্ধারক‌দের সা‌থে পরাম‌র্শে বন‌ভোজন আ‌য়োজন স্থগিত করা হ‌য়ে‌ছে।

ত‌বে সহসা প‌রি‌স্থিতি স্বাভা‌বিক হ‌লে পিক‌নিক করা হ‌বে ব‌লেও জানান তি‌নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর