সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

কু‌ষ্টিয়ায় প্রকা‌শ্যে বঙ্গবন্ধুর ভাঙা ভাস্ক‌র্যের সাম‌নে গু‌লি ক‌রে কা‌লো পতাকা টানা‌লো!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১০৮৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ৪:১৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় যেখানে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙা হয়েছে সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটেছে।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার এসআই রাজু জানান, একটি কালো রঙের নাম্বার প্লেট বিহীন মাইক্রোবাস পৌরসভার সামনে দিয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। সেখানে গাড়িটি একটি রিকশাকে ধাক্কা দেয়। এর পর পরই কালো জ্যাকেট পরা একজন মাইক্রোবাস থেকে নেমে অস্ত্র উঁচিয়ে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। সেখানে ঠিক ২০ গজের মধ্যেই পুলিশ মোতায়েন ছিল।

পুলিশ সেখানে যেতে যেতেই গুলি ছোঁড়া যুবকটিকে নিয়ে মাইক্রোবাসটি দ্রুত মজমপুরের দিকে বেরিয়ে যায় বলে যোগ করেন এসআই রাজু।

ভাস্কর্য ভাঙার ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গুলির ঘটনার সঙ্গে ভাস্কর্য ভাঙার কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত।

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর