শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

কুষ্টিয়া সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন শনিবার

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৬২৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৩:৫২ পূর্বাহ্ন

রাজধানীতে কর্মরত কুষ্টিয়ার সাংবাদিকদের প্রাণের সংগঠন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বসন্তের শুভক্ষণে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন ও দ্বিবার্ষিক সাধারণ সভা।

সংগঠনটির সভাপতি রেজোয়ানুল হক ও সাধারণ সম্পাদক আদিত্য শাহীনের বরাত দিয়ে এ তথ্য জানান দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি। সংগঠনটির আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়- প্রকৃতির নতুন জাগড়ণ, এই মুহূর্তে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকাও সেজে উঠতে চায় নতুন উদ্যোমে। এরই লক্ষে আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, এমপি।

অনুষ্ঠানটি সফল করতে ফোরামের সকল সদস্যকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সভাপতি রেজোয়ানুল হক এবং সাধারণ সম্পাদক আদিত্য শাহীন।

প্রসঙ্গত ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠন করা হয় ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম’। ওইদিন বিশেষ সভায় ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আর এর প্রায় পাঁচ মাস পর ২৬ জুলাই ঢাকার অফিসার্স ক্লাবে প্রীতি সম্মিলনীর মধ্য দিয়ে কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। করোনার কারণে সাংগঠনিক কার্যক্রম থেমে গেলেও করোনা বিধ্বস্ব সদস্যদের সহায়তা এগিয়ে আসে সংগঠনটি।

প্রীতি সম্মিলন অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি ও মাছরাঙা টিভির বার্তাপ্রধান রেজোয়ানুল হক। সঞ্চালনা করবেন কমিটির সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক আদিত্য শাহীন।

আদিত্য শাহীন বলেন, আমাদের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরোয়ার জাহান বাদশাহ ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সংরক্ষিত নারী আসন-৩৫ এর সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমসহ কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর