কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের উপনির্বাচনকে সামনে রেখে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক আবুবক্কার সিদ্দিকীর উদ্যোগে প্রায় হাজার খানিক সমর্থকদের নিয়ে শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২২ অক্টোবর ) বিকেল ৫ঘটিকার সময় লাহিনীর কালীতলা থেকে শোডাউন ও শোভাযাত্রা শুরু হয়।
পরে ওয়ার্ডের বিভিন্ন পাড়া- মহল্লার রাস্তা প্রদক্ষিণ করেন। শোডাউনের সাথে সাথে কাউন্সিলর পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিকী ২১ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীর প্রবীণ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া প্রার্থনা করেন।
কাউন্সিলর পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিকী জানান, আমার বড় ভাই প্রায়াত ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর ইসলাম শেখ কে আপনার সকলে মিলে মিশে একত্রিত হয়ে যেভাবে নির্বাচিত করেছিলেন, ঠিক সেই ভাবে আমাকে ও আপনারা নির্বাচিত করলে -আপনাদের সবাইকে সাথে নিয়ে কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ড কে একটি মডেল ওয়ার্ডে রপান্তর করবো ইনশাআল্লাহ ।
সকল প্রকার উন্নয়ন যেমনঃ- শিক্ষাখাত,স্বাস্থ্য সেবা, কৃষিখাত, রাস্তা ঘাট, বিদ্যুৎ, লাইটিং, ড্রেনেজ ব্যবস্থা, সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় সকল প্রতিষ্ঠান এর উন্নয়ন। এছাড়াও বাল্য বিবাহ, মাদক, বেকার সমস্যা সমাধান, চাঁদাবাজি, প্রতিরোধ করা হবে। সরকারের সকল সামাজিক সুবিধা যেমন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা সহ সকল ভাতা ও সুযোগ সুবিধা প্রকৃত উপযুক্তদের বুঝিয়ে দিতে চাই। মানুষের অবিরাম ভলোবাসাই আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জনগন আমাকে ভালোবেসে তাদের মুল্যেবান ভোট দিয়ে আমাকে দিয়ে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি।