কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও পুলিশ অফিস সম্মেলন কক্ষে শনিবার (১০ সেপ্টেম্বর) মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার) । প্রধান অতিথি তার বক্তব্যে পুলিশ সদস্যদের ড্রেস রুল মেনে চলার প্রতি নির্দেশনা প্রদানসহ সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেওয়া এবং পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ সদস্যদেকে নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল এস এম আল বেরুনীসহ জেলা পুলিশের অফিসার/ফোর্সগণ। এছাড়াও “বিট পুলিশিং” কার্যক্রমকে আরো গতিশীল করতে জেলার ৮৫টি বিট-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে মোবাইল নম্বর সম্বলিত বিটের সাইনবোর্ড এবং রেজিষ্টার তুলে দেন।
বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সর্ব স্তরের মানুষকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগে সমাজ থেকে মাদক, ইভটিজিং, ধর্ষন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দূর করে অপরাধ মুক্ত একটি সুন্দর সমাজ ব্যাবস্থা গড়ে তোলার আহবান জানান জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।