শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

কুষ্টিয়া জেলা কৃষকদলের নেই কোন সাংগঠনিক কার্যক্রম-কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রামেও নেই তৎপরতা

নিজস্ব প্রতিবেদক / ২৭১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১:২১ অপরাহ্ন

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশ রবিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।
রাজধানীসহ দেশের প্রায় জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলেও কুষ্টিয়া জেলা কৃষক দলের পক্ষ থেকে দেখা যায়নি কোনো নেতা কর্মীদের। এমনকি হয়নি কোন ঘরোয়া প্রোগ্রামও।

এছাড়াও কুষ্টিয়া জেলা কৃষক দলের তৃণমূল পর্যায়ে কর্মীরাও জানেননা আজকের বিক্ষোভ সমাবেশের বিষয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক দলের নেতা কর্মী জানান, আমাদের দলীয় কোনো প্রোগ্রামের খোঁজখবরই দেননা জেলার নেতারা।

আজকের কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম সম্পর্কে আমাদের কোনো জানা নেই।আর এভাবে যদি চলতে থাকে তাহলে দল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।এক পর্যায়ে জেলা কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অদায়িত্বশীলতার অভিযোগ তোলেন তারা।

কুষ্টিয়া জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোকারম হোসেন মোকার সাথে কথা হলে তিনি জানান, আমি সাত থেকে আট দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত। আজকের প্রোগ্রামের বিষয়ে আমার কিছু জানা নেই।

অপরদিকে এ বিষয়ে কুষ্টিয়া জেলা কৃষকদলের সভাপতি এস এম গোলাম কবির জানান, আমরা প্রোগ্রাম করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছি, কিন্তু তারা আমাদের অনুমতি না দেওয়া এবং নজরদারিতে রাখায় এই প্রোগ্রাম করতে পারিনি।তবে বিক্ষোভ সমাবেশের জন্য লিখিত কোন অনুমোদনের আবেদন করেছেন কিনা এমন প্রশ্নে তিনি সদুত্তর দিতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর