শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন

কুষ্টিয়ায় হেলে পড়া সেই বৈদ্যুতিক খুঁটিটি যেভাবে সোজা হলো

নিজস্ব প্রতিবেদক / ২১৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৫ জুলাই, ২০২১, ৬:০৬ পূর্বাহ্ন

 

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শহরতলীর ‎লাহিনী ‎বটতলা সড়কের পাশে চারটি বিদ্যুতের খুঁটি ঝড়ে হেলে পড়েছিল। সেই বেহালদশা নিয়ে গতকাল কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশের পরই হেলে পড়া বিদ্যুতের খুঁটি গুলো সোজা করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো )কর্তৃপক্ষ।

তাৎক্ষণিক এবং দ্রুত কাজটি করায় এই নিউজের প্রতিবেদক ও (ওজোপাডিকো)কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এর আগে গতকাল রোববার দুপুরে এই নিউজের প্রতিবেদক (ওজোপাডিকো)কর্তৃপক্ষকে

বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ার বিষয়টি জানালে তাৎক্ষণিক খুঁটি গুলো সোজা করতে বিকেলেই ব্যবস্থা গ্রহণ করেন তারা। রোববার দুপুরে ‘হেলে গেছে বৈদ্যুতিক খুঁটি, নজর নেই কর্তৃপক্ষের’ এই শিরোনামে খবর প্রকাশ করেছিল কয়েকটি গণমাধ্যম।

কুষ্টিয়া পৌরসভার ১২নংওয়ার্ডের

কাউন্সিলর আনিসুর রহমান আনিছ বলেন,ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে ছিল খুঁটি গুলো। কাল বিকালেই সেই গুলো সোজা করা হয়েছে।

 

কুষ্টিয়ার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো ) নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন,খুঁটি হেলে পড়ার বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি শুনার পরই আমাদের লোকজন বিষয়টি সমাধান করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর