মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের উদ্যোগে একটি গ্রামকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু, ছাগল ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বেলগাছি গ্রামকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে তিনটি পরিবারের মাঝে বিনামূল্যে ৬টি ছাগল, তিনটি পরিবারকে সেলাই মেশিন ও একটি পরিবারকে টিউবওয়েল দেয়া হয়েছে।
প্রতিবন্ধী মানুষের প্রত্যয় এর প্রতীক এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক পরিচালনায় সেলাই মেশিন, ছাগল ও টিউবওয়েল বিতরণ করা হয়। সংগঠনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সোলায়মান জোয়াদ্দার।
সংগঠনটির একটি জেলা শাখার সদস্য হাফেজ মাসুদ রানা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, কুমারখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা মাহমুদ শরীফ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তিনি জানিয়েছেন দেশ ও বিদেশের ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভ দের নিয়ে তিনি এই কাজ গুলো চালিয়ে নিচ্ছেন। যারা অনুদান দিয়েছেন এবং যারা কায়িক পরিশ্রম করছেন সারা দেশব্যাপী প্রতিবন্ধী ও অসহায়দের মানুষদের জীবন মান উন্নয়নের জন্য তাদের সবাইকে আল্লাহ যেন কবুল করে নেন।
সমাজের বিত্তবান মানুষের কাছে তিনি অনুরোধ করেন, সামান্য কন্ট্রিবিউশান দিয়েও হলেও সবাই আর্ন এন্ড লিভ এর পাশে থাকেন।
সুবিধাভোগী পরিবারগুলো গবাদিপশু ছাগল পালন এবং সেলাই মেশিনে কাজের মাধ্যমে তারা নিজেরা স্বনির্ভর হয়ে উঠতে পারবে। আর তাই তাদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়াও সুপ্রিয় পানি সঠিকভাবে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সে সময় কুষ্টিয়া জেলা শাখার সদস্য মমিন হসেন ডালিম, বিপ্লব হসেন, আকাশ হোসেন, নিশান, আজিদ, সম্রাট, রাব্বি, আকরাম, বনি, রনি সহ অন্যান্য সদস্যবৃন্দসহ বেলগাছি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।