কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে সোনিয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (০২ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র ও নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত সোনিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইউনিয়নের দক্ষিণ দাড়েরপাড়া এলাকার গ্রামপুলিশ জালাল উদ্দিনের মেয়ে। সোনিয়া ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। ৪০ দিন আগে তার মা রোজিনা খাতুন হৃদরোগে মারা যান।
নিহতের বাবা জালাল উদ্দিন জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে নানির সঙ্গে ঘুমিয়ে ছিল সোনিয়া। ঘুমন্ত অবস্থায় মধ্যরাতে তাকে সাপে কামড় দেয়। যন্ত্রণায় ছটফট করতে থাকলে আমরা বুঝতে পারি তাকে সাপে কামড় দিয়েছে।
এরপর তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে সোনিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে হাসপাতালের একটি সূত্র সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মরদেহ মর্গে রয়েছে। সাপের কামড়ে সোনিয়ার মৃত্যু হয়েছে।