সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় মসজিদের জমিতে গরু ঘর নির্মাণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

রাকিব হোসেন / ৩৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৮:০৭ পূর্বাহ্ন

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে মসজিদের জমি জোর পূর্বক দখল করে গরুর ঘর নির্মানের অভিযোগ উঠেছে।

স্হানীয় মুসুল্লিরা জানায়, উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামণগর জামে মসজিদটি পুরাতন একটি মসজিদ। সেখানে স্থানীয় মৃত শ্যাম মন্ডলের ছোট ছেলে মৃত রিকাত মন্ডলের দান করা ৩৩ শতক জমির উপর ১৯৯২ সালে মসজিদটি নির্মাণ করা হয়।গত দুই বছর আগে পার্শ্ববর্তী মো. মোবারক সাহেবের বড় ছেলে ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান মাস্টার মসজিদের জমি দখল করে মিনারের সাথে গরুর ঘর নির্মাণ করেন। একাধিকবার মুসুল্লিরা তাকে গরু ঘর সরিয়ে নিতে বললেও সে তাতে কর্ণপাত না করে উল্টা মসজিদের সীমানা পাঁচিলের উপর অতিরিক্ত ইট গেঁথে মসজিদের জমি দখল করে।

এবিষয়ে অভিযুক্ত স্কুল শিক্ষক কামরুজ্জামান মাস্টারের সাথে যোগাযোগ করলে তিনি মসজিদের জমির কিছু অংশ নিজের বলে দাবি করেন।

এ ঘটনায় এলাকার মুসল্লিদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। মসজিদের জমি রক্ষার দাবি জানিয়েছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর