শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় বনফুড ও রেস্তোরাঁর বার্গার খেয়ে ২৫ জন অসুস্থ

নিজস্ব প্রতিবেদক / ৯১১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ৪:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় বনফুড রেস্তোরাঁর খাবার খেয়ে প্রায় ২৫ জন অসুস্থ হয়েছেন। পেটের ব্যাথায় আক্রান্ত হয়ে ৮ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তিসহ বাকিদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩০ অক্টোবর) তারা পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

অসুস্থরা হলেন- কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুস সালাম, সালামের ভাই রফিক, শহরের ছেউড়িয়া এলাকার মিজানুর রহমান, মিজানুর রহমানের ছেলে সামু, মেয়ে মাইমুনা, স্ত্রী সালমা খাতুন, খোকসা এলাকার রইচ ও তার পরিবারের ১০ জন ছাড়াও অনেকে অসুস্থ হয়েছে পড়েছে ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা জানান, কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় বনফুড নামক রেস্তোরারাঁয় পিজা ও বার্গার খাওয়ার পরপরই পেটে ব্যাথা ও বমির সাথে পাতলা পায়খানায় শুরু হয়। পরে স্বজনরা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, খাদ্যে বিষক্রিয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অসুস্থ কয়েকজনকে ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের সুস্থ হতে একটু সময় লাগবে। ভয়ের কোন কারণ নেই।

এ বিষয়ে বনফুড রেস্তোরাঁর মালিকের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী বলেন, রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর