কুষ্টিয়ায় র্যাবের অভিযানে শীর্ষ নারী সম্রাজ্ঞী ও মাদক ব্যবসায়ী কামিনিকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র্যাব।
শনিবার (০১ নভেম্বর) দিবাগত রাতে ২.৩০ টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল চৌড়হাস এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ কামিনিকে আটক করা হয়। কামিনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া র্যাব-১২ এর অধিনায়ক মেজর গাফরুজ্জামান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।