কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক ধারায় ১১ জনকে ৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এরমধ্যে রয়েছে মুখে মাস্ক ব্যবহার না করায় দায়ে ৮ জনকে ৩ হাজার ৬০০ টাকা এবং অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রন আইনে ৩ জন ব্যবসায়ীকে ৩ হাজার ৬০০ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়গাংদিয়া হাবলু চত্বরে অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্য বিধি না মেনে মুখ মাস্ক ব্যবহার না করার দায়ে ১৮৬০ সালের দণ্ডবিধি ২৬৯ ধারায় (সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন) ৮ জনকে ৩ হাজার ৬০০ টাকা এবং অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৬/১২ ধারায় ৩জন ব্যবসায়ীকে ৩ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
একই সাথে সরকারী নির্দেশনা অনুযায়ী শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সতর্ক করা হয় এবং করোনা স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা ও পরামর্শ দেয়ার পাশাপাশি আদালতের অভিযান চলমান রাখার কথা জানানো হয়।