শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া : / ৫৬৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৪:৪২ অপরাহ্ন

 

 

মুসলিমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নিহতের পরিবারের দাবী মুসলিমাকে নির্যাতন করে মুখে বিষ দিয়ে হত্যা করেছে শশুর বাড়ির লোকজন অন্য দিকে শ্বশুর বাড়ির লোকজনের দাবী পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে মুসলিমা,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ।

১৭-১১-২০২১ ইং তারিখে কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াসিশা মাঠ পাড়া এলাকার দিনমজুর বাদশা’র স্ত্রী মুসলিমা ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য পোড়াদহ নাহার ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বাদশা’র প্রতিবেশীরা।খরব পেয়ে নিহত মুসলিমার পিতা কুষ্টিয়া কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের গট্রিয়া গ্রামের আবু মুসা ও মাতাঃ মেরিনা সহ নিকট আত্মীয়রা ছুটে আসেন বালিয়াসিশা মাঠ পাড়া মেয়ের শ্বশুর বাড়িতে, তারা এসে দেখেন তাদের আদরের মেয়ের মরদেহ।

 

মুসলিমার পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় ৮বছর আগে উক্ত এলাকার আহম্মদ আলীর ছেলে বাদশা’র সাথে মুসলিমার বিয়ে হয়,তাদের ঘরে ৬বছর বয়সী এক কন্যা সন্তান ও ২বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। মুসলিমার মৃত্যুর বিষয়ে তার পিতা আবু মুসা বলেন, মেয়ে কে মাঝেমধ্যেই কারনে অকারণে মারধোর করতো শ্বশুর বাড়ির লোকজন, বেশ কয়েকদিন আগেও শ্বশুর বাড়ির লোকজন মারতে মারতে আধামরা বানিয়ে ফেলেছিল মুসলিমাকে,ওরা (শ্বশুর বাড়ির লোকজন) আমার মেয়েকে মেরে ফেলেছে, আমি দোষীদের ফাঁসি চাই।নিহত মুসলিমার মাতা মেরিনা বলেন, আমার মেয়ের কানের পাশে আঘাতের চিহ্ন আছে,ওরা আমার মেয়েকে মেরে মুখে বিষ ভরে দিয়ে আত্মহত্যা বলে চালাচ্ছে, আমি মেয়ে হত্যার বিচার চাই, দোষীদের ফাঁসি চাই। এদিকে নিহত মুসলিমার শ্বশুর আহম্মদ আলী বলেন, আমি বাড়িতে ছিলাম না, মুসলিমা কি ভাবে বিষ খেয়েছে জানি না।

এদিকে নিহত মুসলিমার পরিবারের পক্ষ থেকে বিকেলে মিরপুর থানা পুলিশকে ঘটনাটি জানানো হলে মিরপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর