কুষ্টিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের। এ নিয়ে জেলাটিতে মোট সনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৪৬ জনে।
রবিবার (৩০ আগস্ট) কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৮ নমুনার মধ্যে ২৬ জনের পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার মেডিকেল কলেজের মোট ২৮২ টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া ১৫৮ ছাড়াও চুয়াডাঙ্গায় ৭৭ ও মেহেরপুর ৪৭।
কুষ্টিয়া জেলার মধ্যে সদর উপজেলায় ১৭ জন, কুমারখালীতে ৫ জন, মিরপুরে একজন, ভেড়ামারায় একজন ও খোকসায় ২ জনের করোনা সনাক্ত হয়েছে।
এছাড়াও কুষ্টিয়ার ২ জন ও চুয়াডাঙ্গা জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৭ জনের ঠিকানা- কালিশংকরপুর ১ জন, আদর্শপাড়া ১ জন, পুলিশ লাইন ১ জন, কোর্ট পাড়া ২ জন, মিলপাড়া ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন, হাউসিং ১ জন, আড়ুয়া পাড়া ২ জন, কেজিএইচ ৬ জন ও ডিসি অফিস ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা- ভড়ুয়াপাড়া ১ জন, ৪ নং ওয়ার্ড ১ জন, কুন্ডুপাড়া ১ জন, গ্রামীণ ব্যাংক ১ জন ও এলোঙ্গি ১ জন ।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের বাড়ি- মিরপুরে। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ১৬ দাগ পশ্চিম পাড়ায়।
খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা- নিশ্চিন্তবাড়িয়া ১ জন, ও মাস্টার পাড়া ১ জন।
প্রসঙ্গত, এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা মোট ২ হাজার ৭৪৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ২ হাজার ১৭৫ জন এবং মারা গেছেন ৬০ জন।