কুষ্টিয়ার গড়াই নদীর তীরে মিলল বিষধর রাসেল ভাইপার সাপ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌর এলাকার গড়াই নদীর তীরে মঙ্গলবাড়ীয়া বাধে স্থানীয় শিশু কিশোর খেলা করার সময় নদীর তীরে সাপটিকে দেখতে পায়।এবার কুষ্টিয়ায় মিলল রাসেল ভাইপার
সাপটিকে কাশবনের সঙ্গে জড়িয়ে থাকতে দেখে চিৎকার শুরু করে শিশুরা। এ সময় ওই এলাকার বকুল নামে এক ব্যক্তির ছেলে মৃদুল পেশায় একজন টাইলস মিস্ত্রি। তিনি ছোট ঠেলা জাল দিয়ে সাপটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।
এ সময় মৃদুল বলেন, প্রথমে আমরা সাপটি দেখে ভেবেছিলাম অজগর সাপের বাচ্চা। কারণ এর আগে আমরা কখনই এ ধরনের সাপ দেখি নাই।
সাপটি দেখে কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তারা জানান, এটি রাসেল ভাইপার। এটা বিশ্বের মধ্যে অন্যতম বিষধর সাপ। রাসেল ভাইপারের বাচ্চাটির দৈর্ঘ্য তিন ফুটের মতো হবে। তারা সাপটিকে ব্যাঙ এবং মাছ খেতে দিয়েছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় সাপটি ভেসে এসেছে বলে ধারণা করছে বন বিভাগ।
ইতোমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অত্র এলাকাসহ পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকেই এই বিষধর সাপটিকে একনজর দেখতে আসছে।
এদিকে, রাত সাড়ে ৯ টার দিকে পদ্মা নদীতে রাসেল ভাইপার সাপটি অবমুক্ত করেন কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তারা।