মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ২৫০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ১২:১৮ অপরাহ্ন

 

কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনীপাড়া খালেক ভাটার উত্তর পাশের রেলওয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার খালেক ভাটার উত্তর পাশের রেলওয়ের ইজারাকৃত পুকুরের কচুরীপানা পরিস্কার করার সময় স্থানীয় জেলেরা মরদেহ দেখতে পেয়ে ইজারাদার আলাউদ্দিনকে খবর দেয়। পরবর্তীতে ইজারাদার কুমারখালী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করেছে।

অজ্ঞাত ব্যক্তির পরনে কালো রঙের ট্রাউজার ও গায়ে টিশার্ট রয়েছে এবং পুকুর পাড়ে একটি কালো রঙের স্যান্ডেল পড়ে আছে। ধারনা করা হচ্ছে হত্যা করে জলাশয়ের পাড়ে কচুরিপানা দিয়ে লাশ ঢেকে রেখে গেছে হত্যাকারীরা।

এব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত একজনের লাশ রেলওয়ের জলাশয় থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহটির নাম পরিচয় এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর