রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিল জিয়া: সাংসদ জর্জ

তানভির লিটন / ২৬৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫১ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উন্নয়ন, অগ্রগতি ও অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের জন-সমাবেশের ১ম দিনে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এ সব কথা বলেন।

উপজেলার বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রবিবার বিকেলে বাঁশগ্রাম ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।এম,পি জর্জ বলেন,একজন আত্মস্বীকৃত কুখ্যাত রাজাকার ছিলেন শাহ আজিজুর রহমান । তাকে স্বাধীন বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী বানিয়েছিল জিয়া । মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়‍া একজন রাজনীতিবিদ শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমান শুধু মুক্তিযুদ্ধের বিপক্ষেই ছিলেন না,রাষ্ট্রভাষা আন্দোলনের বিরুদ্ধেও শক্ত অবস্থান ছিলো তার।

এসময় তিনি আরো বলেন,যার উপর ২১ বার হত্যার উদ্দেশ্যে হামলা হওয়া পরও যিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে ভোর ৫.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঋন আমরা জাতী হিসেবে কোন দিনও শোধ দিতে পারবো না।

সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ আরো বলেন’ শেখ হাসিনা নেতা গড়ার কারিগর। যখন যাকে সে নেতা বানাবে। তখন তাঁকে সমর্থন করতে হবে। এলাকার উন্নয়নের স্বার্থে তাঁকে বিজয়ী করতে হবে । কারো ব্যক্তি বিশেষ দল করা যাবে না ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক এবং শ্রমবিষয়ক সম্পাদক শরিফুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু সহ প্রমূখ ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ও প্রভাষক আলী হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রিফাত আহমেদ শাওন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর