রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

কু‌ষ্টিয়ার সময় প্রতি‌বেদক / ১০৮৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৫:০৬ পূর্বাহ্ন

দেশে প্রতিনিয়তই বাড়ছে বেকার যুবকদের সংখ্যা। ‘কুষ্টিয়ার সময়’ চেষ্টা করে যাচ্ছে যুবসমাজকে একটি সুন্দর কর্মক্ষেত্রের তথ্য দেয়ার জন্য। কারণ সঠিক কর্মক্ষেত্রের তথ্য পাওয়া ও বাছাই করা আপনার অধিকার। চোখ রাখুন আমাদের কুষ্টিয়ার সময়ে…

সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বাংলা, ইংরেজিসহ ১১ বিভাগের জন্য শিক্ষক চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

১১ টি বিভাগের ১২ টি পদে প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে ফুলটাইম/পার্টটাইম নিয়োগ দেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পদের নাম
যেসব বিভাগে নিয়োগ দেয়া হবে- বাংলা (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক), ইংরেজি (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক), সংগীত (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক), গণিত (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক), ব্যবসায়- ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক), গণিত (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক)।

এগ্রিকালচার (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক), আইসিটি (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক), সিএসই (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক), ইইই (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক), সিভিল ইঞ্জিনিয়ারিং (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (প্রভাষক, সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক)।

আবেদনের যোগ্যতা
* সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ড্রিগ্রি। তবে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের স্নাতকোত্তরের প্রয়োজন নেই।
* উভয় ক্ষেত্রে ফলাফল কমপক্ষে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।
* সহকারি অধ্যাপক/ সহযোগী অধ্যাপক/ অধ্যাপকের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
* তবে একই যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে পিএইচডি ড্রিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধাদি প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী।

আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

যেকোন জিজ্ঞাসা
০১৩১৯ ৪৪৬২৩০।

আবেদনের প্রক্রিয়া
আবেদন করতে হবে rabindramaitree.office@gmail.com এই মেইলে। এ ছাড়াও johurul1974@yahoo.com এবং info@rmu.ac.bd এই মেইলেও পাঠানো যাবে।

মূল নিয়োগ বিজ্ঞপ্তি-


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর